অবলোকন (মোঃ রহমত আলী)

অবলোকন
=============
মোঃ রহমত আলী
=============
চুল টানলে ব্যাথা লাগে
ভুল ধরলে দোষ ভাবে
সত্য কথায় প্রশ্ন রাখে
মিথ্যা বিশ্বাস পূর্বে করে
চোরা আজও সাধু রূপে
বেশ বদল আগে পরে
এক আদম সব নয়
যার যেমন দৃষ্টি হয়
সৃষ্টি সুন্দর দেখা যায়
দাঁত কামড় জিবে দেয়
চোখে আঁচড় শিক্ষা হয়
গুণী জ্ঞানের কথা কয়
বোকা নির্বোধ তর্কে যায়
শিক্ষা বিলালে আলো হয়
দীক্ষা অর্জন ধৈর্য ধরে
মন পবিত্র আগে করে

১২.০৯.২০২৪

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

শূন্যদৃষ্টি (মোঃ রহমত আলী)

হ-য-ব-র-ল ( মোঃ রহমত আলী )

আমরা (মোঃ রহমত আলী)