অধ্যয়ন (মোঃ রহমত আলী)
অধ্যয়ন
=============
মোঃ রহমত আলী
=============
দুর্বলকে সজোরে আঘাত,
শক্তকে দূর থেকে প্রণাম,
ভাগ্যকে দুষে কি লাভ !
ধোঁকা দেওয়া যার স্বভাব।
আতর মাখা পরিষ্কার লেবাস,
অথচ ইন্ধনদাতা আগুনের মূল,
অযথা আমি-আমি মারে ফুল,
দুর্বার দেখায় কারবার,
দুর্বল দেখে মহা হুঙ্কার।
প্রতিবাদে পূজারী বেজার,
সত্য কথায় বেজায় সংঘাত,
মিথ্যা বলায় জয়-জয় নাম।
অক্ষরে অক্ষরে আঁকা কথন,
দুর্লভ নিরক্ষর ভক্তের অধ্যয়ন,
দুর্দান্ত নীরবতায় ভণ্ডতা বপন,
দুর্জয় কান্না অসহায়ের গোপন।
২০.০৯.২০২৪
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন
একটি ব্যক্তিগত ব্লগ এখানে শুধু নিজ লেখা কবিতা
পোস্ট করা হয় ॥ধন্যবাদ॥