বোধগম্য (মোঃ রহমত আলী)
বোধগম্য
=============
মোঃ রহমত আলী
=============
যা চোখে দেখা, তা মাথায় রাখা গোপনে,
যত যা দুঃখ, হৃদয় অতলে যতনে,
যে কথা কানে, মুখে তা বলা কেমনে !
সে পথ সুদূরে, ঘুরে শুধু ঘোর স্বপনে,
তত দিনে শেষ, ঘুম ভেঙে শেষে ক্ষরণ,
যা ছিল রাতে, ভুল হয় তা বলতে-বলতে !
যে কথা মিঠা, তা রক্ত দ্বারা পিঠেগাঁথা ছোরা,
সতত স্মরণে বরণে, অপ্রকাশিত তা মরণে,
সে এক কালা কাল, জ্বালাতনে উত্তপ্ত সকাল !
যা দেখা যায়, আসলে তা কতটুকু বোধগম্য,
তথাপি অদেখা যা, একদা সামনে হাজির তা,
অতএব সাক্ষ্যপ্রমাণ, তবুও কি তা যথেষ্ট !
১৩.০৯.২০২৪
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন
একটি ব্যক্তিগত ব্লগ এখানে শুধু নিজ লেখা কবিতা
পোস্ট করা হয় ॥ধন্যবাদ॥