পোস্টগুলি

আগস্ট, ২০২৪ থেকে পোস্টগুলি দেখানো হচ্ছে

কেউ কারো কেউ আরো (মোঃ রহমত আলী)

ছবি
কেউ কারো কেউ আরো =================== মোঃ রহমত আলী =================== কেউ ডুবে মরে কেউ হেসে বলে কেউ দেখে চলে কেউ কেঁদে ফেরে কেউ লুটে খায় কেউ দিতে চায় কেউ হাত ধরে কেউ দেয় ছেড়ে কেউ স্বার্থ চেনে কেউ সাধ্য ভুলে কেউ বাধ্য হয়ে কেউ মূল্য দেয় কেউ চুপ দেখে কেউ চোখে রাখে কেউ চাল চালে কেউ তাল দেয় কেউ সঙ্গে রয় কেউ বাজি মারে কেউ নাম টানে কেউ সব জানে কেউ ভান ধরে কেউ হাল ধরে কেউ নিন্দ পারে কেউ জেগে ঘুমে কেউ বেশ সুখে কেউ খুব দুখে কেউ কেউ কারো কেউ কেউ আরো ২৮.০৮.২০২৪

মাজুর (মোঃ রহমত আলী)

ছবি
মাজুর =============== মোঃ রহমত আলী =============== মেলা সব ভেঙে যাবে, খেলা শেষ হবে, মরা ফুল শুকাবে, মালা ছিঁড়ে লুটাবে, ফু দিলে বাজে বাঁশি, তাছাড়া কি কাজের ! আরাম প্রিয় হারাম, গাধার পিছে জাহান, মাছের ভিতর কাঁটা, ধরতে জলে নামা, রোদ বৃষ্টি কাঁধে, সুখ দুখ সাথে, চলে বেলা ছলে, বয়স বেড়ে শেষে, হাতি মাজুর হলে, মেলা শেষে খেলা শেষ ! ২৬.০৮.২০২৪

গাফেল (মোঃ রহমত আলী)

ছবি
গাফেল ============= মোঃ রহমত আলী ============= ওহে পথিক পথ ভুলে ঘুরছো কেন পথে-পথে, চলে এসো কেবলার দিকে, এসো মিম্বারের সম্মুখে, শোনো মনোযোগ সহকারে, মন দিয়ে কান পেতে সত্যবাণী খুতবা। হে পথিক তোমার কান অবধি কি পৌঁছায়নি আহ্বান, ঐ সে মুয়াজ্জিনের সুমধুর আযান, তবু কেন আজো ঘুরছো হে, সত্য থেকে মুখ ফিরিয়ে, কু-সাথে অযথাই বি-পথের বাঁকে-বাঁকে। ওহে হে পথিক কেন তুমি আজও গাফেল, তোমার কি ডর করে-না, মন কাঁদেনা, ফিরে এসো ফিরে, সময় থাকতে, অন্ধকার থেকে আলোর পথে, হক সত্য দ্বীনের রাহে হে পথিক। ২৪.০৮.২০২৪

মানুষ চেনা দায় (মোঃ রহমত আলী)

ছবি
মানুষ চেনা দায় ============= মোঃ রহমত আলী ============= মানুষের মধ্যে এখনো মানুষ আছে মহাসাগরের অশান্ত ঢেউয়ের অন্তরালে শান্ত শান্তি ঢের আছে। এখনও বহু ঈমানদার ঈমানওয়ালা আছে বেঈমানের জয় চার দিনের ঈমানদারের হাতে একদিন। মানুষ দেখো মানুষ ধরো মানুষের বস্তিতে মানুষ খুঁজে চলো নিজে মানুষ হলে আগে সবাই মানুষ হবে। মানুষ কর্মে হয় বর্ণে নয় ঈমানদারী দেখা যায় ঈমান নয় মনুষ্যত্ব জিন্দা যার আসলেই মানুষ নাম তার। মানুষ উত্তম তাতে কি তবুও যে মানুষ চেনা দায় মানুষের ভেতর অমানুষ লুকায়িত হায়। কথার কথা এ নহে তো মানুষে-মানুষে মাটির ঘ্রাণ কোথায় দেখতে মানুষ মানবিক ও বটে ইনসান সে.. যে সমগ্র মখলুক ভালোবাসে। ২১.০৮.২০২৪

প্রেমের দামে প্রেম (মোঃ রহমত আলী)

ছবি
প্রেমের দামে প্রেম ============== মোঃ রহমত আলী ============== মনটা ভেঙে যেওনা প্রিয়, যদি পারো প্রেমের দামে প্রেম কিনে নিও। সুখের ভুবনে হারালে সুখ, দিতে হবে মূল্য নোনা জলে খুব, মনটা যেমন নরম,কমল,নাজুক, তেমনি আবার কঠিন শক্ত নিঠুর। তোমার দুখে দুখী, সুখে তোমার সুখী, মনের উপর জুলুম করে কান্না সারারাতি, মনের ভেতর চুপিচুপি জ্বলে প্রেমের বাতি। ১৮.০৮.২০২৪

মান্যতা (মোঃ রহমত আলী)

ছবি
মান্যতা ============= মোঃ রহমত আলী ============= মেনে নাও নয়তো মানিয়ে নাও, জেনে নাও না-হয় জানিয়ে দাও, শুনে নাও হয়তো কিছু বুঝে যাবে, শুনিয়ে দাও যদি সত্য জানা থাকে। শান্ত রও নয়তো সান্ত্বনা দাও, সেখানে কি চাও আকুল হয়ে ব্যাকুলতায় ! যেখান থেকে কিছুই নেই পাওয়ার। যেতে দাও যে যেতে চায়, অবশ্য মঙ্গল ধৈর্যধারণেই, কান দাও ওহে বন্ধু মায়াবী কথায়। মানতে হবে মান্যতা পর্যন্ত, জানতে হবে অজানা পর্যাপ্ত। উত্তরের আগে প্রশ্ন বুঝে নাও, স্বার্থ ভুলে নিঃস্বার্থ হয়ে রও, এগিয়ে যাও মানবিক মানবতা লয়ে, যদি কিছু চাও তবে সৎ হিম্মৎ যোগাও, কিছু পাও নতুবা নাহি পাও, তবুও সদা সত্য সততা দেখাও। লও মেনে ভুল যদি হলেও, নিজু দোষ হোক বা না হোক স্বীকার করেও ! মেনে নাও তবুও সহজ চিত্তে, না-হয় যদিও না পারো তবুও মানিয়ে নাও একত্রে। ১৬.০৮.২০২৪

ক্ষতবিক্ষত জখম (মোঃ রহমত আলী)

ছবি
ক্ষতবিক্ষত জখম ============== মোঃ রহমত আলী ============== জল ঢেলে আগুন লাগাও নিভাতে আরো কেরোসিন মাখাও বুলেটের মূল্য রক্তে তুল্য মূল্যায়নে রক্তের অর্থ মিললো কতক ভরসার হলো যে মরণ শতক স্বপ্নের হলো রে দাফন হৃদয় গহীনে ক্ষতবিক্ষত জখম বলছে দহন দুঃখের কসম অকাল মৃত্যুর কি কারণ প্রভুর হুকুমে হত্যা বারণ তবুও কেনো আজও হচ্ছে রোজ ধরাতলে মানুষ খুন সহানুভূতি ও যে সমুদয় গুম মানবতা জেগে উঠে অকস্মাৎ জিজ্ঞেস করে কেঁদে কেঁদে এ কেমন মানবিক ধরন অমানবিক কেন প্রতিটি চরণ আগুন নেভাতে জল ঢালো জল মুখে অযথাই যত কল ছল সরল মনের সহজ কথাগুলো সহজেই করো করো সবে বরণ ১৩.০৮.২০২৪