কেউ কারো কেউ আরো (মোঃ রহমত আলী)
কেউ কারো কেউ আরো
===================
মোঃ রহমত আলী
===================
কেউ ডুবে মরে
কেউ হেসে বলে
কেউ দেখে চলে
কেউ কেঁদে ফেরে
কেউ লুটে খায়
কেউ দিতে চায়
কেউ হাত ধরে
কেউ দেয় ছেড়ে
কেউ স্বার্থ চেনে
কেউ সাধ্য ভুলে
কেউ বাধ্য হয়ে
কেউ মূল্য দেয়
কেউ চুপ দেখে
কেউ চোখে রাখে
কেউ চাল চালে
কেউ তাল দেয়
কেউ সঙ্গে রয়
কেউ বাজি মারে
কেউ নাম টানে
কেউ সব জানে
কেউ ভান ধরে
কেউ হাল ধরে
কেউ নিন্দ পারে
কেউ জেগে ঘুমে
কেউ বেশ সুখে
কেউ খুব দুখে
কেউ কেউ কারো
কেউ কেউ আরো
২৮.০৮.২০২৪
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন
একটি ব্যক্তিগত ব্লগ এখানে শুধু নিজ লেখা কবিতা
পোস্ট করা হয় ॥ধন্যবাদ॥