মাজুর (মোঃ রহমত আলী)
মাজুর
===============
মোঃ রহমত আলী
===============
মেলা সব ভেঙে যাবে,
খেলা শেষ হবে,
মরা ফুল শুকাবে,
মালা ছিঁড়ে লুটাবে,
ফু দিলে বাজে বাঁশি,
তাছাড়া কি কাজের !
আরাম প্রিয় হারাম,
গাধার পিছে জাহান,
মাছের ভিতর কাঁটা,
ধরতে জলে নামা,
রোদ বৃষ্টি কাঁধে,
সুখ দুখ সাথে,
চলে বেলা ছলে,
বয়স বেড়ে শেষে,
হাতি মাজুর হলে,
মেলা শেষে খেলা শেষ !
২৬.০৮.২০২৪
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন
একটি ব্যক্তিগত ব্লগ এখানে শুধু নিজ লেখা কবিতা
পোস্ট করা হয় ॥ধন্যবাদ॥