পোস্টগুলি

আগস্ট, ২০২৩ থেকে পোস্টগুলি দেখানো হচ্ছে

মুসাফির -

ছবি
মুসাফির - ============ মোঃ রহমত আলী ============ মুসাফির এইতো আমি, ফিরে যাবো ঠিকানায় ঠিক। গুনতে গুনতে শেষ,চল্লিশ বছরের দিন। মুসাফির জীবন চলার পথে, হয়ে ছিল কতই না কত মুশকিল। আগমন দুনিয়ায় চিৎকারে কান্নার শব্দে, চির বিদায় পৃথিবী থেকে, নীরব আঁখি জলের বহমান স্রোতে। মুসাফির আমরা তো সবাই পথিক, কারো মঞ্জিল আগে, তো কারো গন্তব্য অবধারিত পরে। মুসাফির আমরা এ জগতে, পরীক্ষার সম্মুখীন সর্বদা-ই পতিত। তাই হুশিয়ার মুসাফির, দুনিয়া তোমার মাত্র ক'দিনের ঠিকানা। এরই মাঝে করে নাও তুমি, দীন-দুনিয়ার বেঁচা-কেনা। আখেরি জামানার দিকে এই দুনিয়ার বহমান বাতাস, মুসাফির আমি ছেঁড়া থলিতে জমা করেছি কত সামান। যাবার সময় সব রেখে, নিয়ে গেলাম সাথে শুধু আমাল। এ জিন্দেগি-টা এক মেহমান, দাওয়াত শেষে বিদায় মুসাফির ॥ ২৬.০৮.২০২৩

অচল-পয়সা

ছবি
অচল-পয়সা ============ মোঃ রহমত আলী ============ বলে কে গরিব আছে, গরিবি তো মারা গেছে, জীবিত শুধু বড়লোক। ফকির কে আছে বলো, যে এক টাকা ভিখ নেয়, চার-আনায় কি আর ! খেয়া ঘাট পাড় হয়। দশ-পয়সা অচল তো নয়, চলে না তো এখন আর ! পঞ্চাশ পয়সার মুদ্রা। পাঁচ টাকার কয়েন বহনে অনীহা, না জানি পানিতে পড়ে যায় কখন। কাগজের নোট ছেঁড়াফাটা, ময়লা-ভেজা-নরম, চায় না নিতে কেউ ঘামে ভিজা বদন থাকে যখন। ব্যাংকগুলো ছেঁড়া টাকা দেয় বান্ডিলে,গ্রাহক দিলে জমা, নেয় না তো আর টেপ লাগানো রং মাখা কাটা নোট স্বল্প। গরিব আছে কে ? যে টাকা-র হবে মূল্য, দেখি এখন -কে ফকির-গরিব ! লয় না ঘুষ অর্থের মূল্য মূল্যহীন ॥ ২৫.০৮.২০২৩

উদাহরণ -

ছবি
উদাহরণ - ============ মোঃ রহমত আলী ============ নয় চেনে তবে ছয় চেনে না, অচেনার খবর রাখে যে, সে চেনাজানা কে -চেনে না। নতুন বন্ধু তো রোজ পাওয়া যায়, পুরাতন বন্ধুর খবর কি জানেন ! কার কাছে বসে কাঁদেন তোষামোদে, সে কি মনের খোঁজ-খবর জানে। দশের মাঝে দুশমন চেনা দুষ্কর, আদর্শবান ও কভু ভুলে যান সাক্ষ্য। মাল দেখে নেয় মানুষ স্বার্থের পক্ষ, ভান-ধরা এমন যেন জানেনা সত্য। আমন্ত্রণ জানানো হল চেনা সহ অচেনাকে -ও, তবে আপন জন হলো-না হাজির কিছু ভুলের আক্রোশে। যেমন বাংলায় চার ইংরেজিতে আট -এ হয়ে রয় মাঝে ভুল বোঝাবুঝি, অবকাশ নেই কারো নতুন করে আর। পাথর-টা যত শক্ত তত নরম, শুধু সময় রয় না এক-মতন। অজুহাতের খোঁচায় ভারাক্রান্ত মন, নির্ভুল কার ? চরণের হর কদম ! ভুলে যাবার চেয়ে মনে রাখাটা সহজ, যদি অতিথির মাঝে চুপ থাকা বন্ধুর, সমাদরের আদর অবহেলিত রয়, যেমন নয় আর ছয় এর উদাহরণ ॥ ২৩.০৮.২০২৩

নালিশ

ছবি
নালিশ ============ মোঃ রহমত আলী ============ নোনা জলে মিঠা মাছ ঘোলা জলে শিকার। মরুভূমির এক ফুলে সারা-জাহান সুবাস। চাবুকের শত আঘাতে মজলুমের এক ফুকার আল্লাহ আল্লাহ কবে হবে ইনসাফ। জুলুম করছে মানুষ দুর্বলের উপরে পাখি গুলো দেখে সব নালিশ করে আরশে আজিমে। মিঠা জলে আগুন আজ নামে মুসলিম-মুসলমান কাজে অমুসলিমের ভাগ। সুদ খেয়েও মসজিদে ঘুষ চেয়ে খেয়ে হাজি না জানি রব তায়ালা কার-কার থেকে রাজি। সালাতে দাখিল নাই আযান কানে রোজই খুন করে মানবতা কেমন মানবিক আজি। হালালের চেয়ে বেশি তারা হারামের পিছে দশ টাকায় ঈমান বেচে। ২২.০৮.২০২৩

উত্তরণ -

ছবি
উত্তরণ - ============ মোঃ রহমত আলী ============ অভিমানে মন আর মান করে না, অসহায় সব মেনে নেয়,অভিনয় করে না, সুখ নেই যার দুঃখ নিতে আসেন। অভিযোগ গুলো সব জমা কফিনে, অনুভূতির মানবতা-টা জ্বলে আগুনে, মারা গেল প্রজাপতি তিমির কাননে। বুকফাটা কান্না নেই কোনো কানুনে, কারো মাথার পাগড়ি হয়ে যায় কাফন। নির্ধারিত মৃত্যু হবেই সব হায়াতে আপন, কবর যেমন হোক না হয়ে যাবে দাফন। খাঁচার ভিতর আর এক খাঁচায় বন্দী প্রাণ, পাখি উড়ে গেলে খুঁজবে তারা প্রমাণ। অধিকারের প্রশ্নে লাঠি বোল দ্বারা দমন, অনুরোধে সাহায্যের অভিনব নিপীড়ন, হবে অবহেলিত উত্তরের আখেরি উত্তরণ। বিবর্ণ মানবতা-র আজ স্তব্ধ বিচরণ, দুনিয়াতে ঘুরপাক বোবার করুণ ক্রন্দনা, না জানি কার মনে চলছে কি বন্দনা। এ কেমন নিয়মনীতির পাশবিক আচরণ, পাষাণের বুকে লুকায়িত কত যে কারণ ! মান অপমান সবই তো অবধারিত লিখন, সময়ে-সময়ের ব্যবধানে ইতিহাস স্মরণ, সবার ব্যথাই চোট পাওয়ার একই ধরন, কে অনুধাবনে নেয় কার দুঃখের বিবরণ । ১৮.০৮.২০২৩

সাত-সত্য

ছবি
সাত-সত্য ============ মোঃ রহমত আলী ============ সত্যের বাণী শুনে মিথ্যা হাসে, মিথ্যার ফাঁদে সত্য যায় ফেঁসে। সত্যের কারবারী করে মিথ্যার দরবারী, বড় কথায় মিথ্যুকের,ছোট হয় সত্যবাদী, নিয়ে কিছু আজ শিক্ষনীয় শিক্ষা। মিথ্যা বলে-বলে খয়রাত চায়, মজলুম ভিখারী ভিক্ষা নাহি পায়। সত্যের অসুবিধায়,মিথ্যার সুবিধা, ঘটনার আড়ালে সত্য রয়ে যায়।  মিথ্যা দ্রুতগতিতে রটে রটে আগায়, সত্য যে সৎ তাই ছুঁতে ছুঁতে ও ছোয় না তো সহজে কেউ আর। অধরায় সত্য,ধরা খায় মিথ্যা, হকনা যতই তার বুনিয়াদ পোক্তা। সত্যের সন্ধানে সত্য হারিয়ে, চলছে সাত-সত্যের অনুসন্ধান, শত মিথ্যার মাঝে লুকায়িত, এক বিন্দু সত্যের আলো-টাই যথেষ্ট। এই তো তোমাদের লক্ষ মিথ্যার ভেতরে, এক যে সত্য ঢাকা পরেছে দুর্গন্ধে ! তা অনুভব করেছেন সে কে ? মিথ্যা সে তো সর্বদাই মৃত,আর সত্য, সে যে হরহামেশাই জীবিত,তাই মিথ্যাবাদী সত্যের নিশান খুঁজিতে ব্যর্থ । ১৫.০৮.২০২৩

নিয়ম নীতি -

ছবি
নিয়ম নীতি - ============ মোঃ রহমত আলী ============ অনিয়মই এখন নিয়মে পরিণত , নিয়ম চোখে আর দেখে না তো। সেবার নামে অসুবিধায় সেবাকারী , বাস্তবে এখন সুবিধার বেপারী। বিশ টাকার মূল্য দুশো পেরিয়ে পাঁচশো , হাজার টাকা ঘুষের লাখ টাকা তুল্য। নিয়ম কানুন সোনার হরিণ , ধরার আগেই উড়ে যায় ফড়িং , সর্ব সাধারণের অপরূপ রূপ , নিরুপায় মোরা যাত্রী পথিক। অচিরেই সবাই ইনসাফের সম্মুখীন , জবাব দিতে আমলের দিন দিন। আইনের নিয়মে নিয়মিত অন্যায় , ন্যায় বিচারক লজ্জায় ঘুমায়। নিয়ম নামের মনগড়া যত সব অনিয়মের ফাঁদের বালাই , লুটে খাচ্ছে লোকের হালাল কামাই। অনিয়ম-টাই যদি নিয়মিত নিয়ম হয় , আইনের খাতায় লাল-কালির নীতির , তবে কি আর মূল্য লিখিত রয় ! সহজ নীতি জটিল খাঁচায় বন্দী , উদ্ভট নিয়ম প্রীতিতে যত-শত ফন্দি। আওয়াজ তুলে নিয়ম-নীতির , বিপদে পতিত গাধা,উটের লাথি ॥ ০৮.০৮.২০২৩

মায়াজাল -

ছবি
মায়াজাল - ============ মোঃ রহমত আলী ============ রাত কালো হলেও সকাল আলো হবে, ব্যথার পরেও সান্তনা যন্ত্রনা শইয়ে দিবে। কাতর আলিঙ্গনের সহানূভবের অনুভবে, হৃদয়ের আবেগি বনবাসের অভিমানে, আজীবন ভেঙ্গে যাওয়া মনের উচ্ছাস, আবার নতুন করে নতুন স্বপ্ন দেখা যাক। নিরাশাতে এক আশা খুঁজে পাওয়া যায়, যদি তার আঁধারের সন্ধান জানা থাকে ! তবেই তো আলোর অনুসন্ধান হয়ে যাবে। কালোর মাঝে এক আলো আছে ভালো, অনেকের নজরে তা মনে হয় শুধু কালো, তাই আলোর জন্যই আঁধার কাটলো। কালো রাত বিদায়,কবে আলোর সকাল, জানিনা কপালে লেখা,কি হবে পরকাল। রাতের অঘটনের কালো আলোর বর্ণনা, দিনের বেলায় হয়ে যায় মেঘের পূর্ণিমা। জীবনে একটু ভালো আলোর জীবিকায়, অন্ধকারেই ছুটছে আশা-ভরসার কদম। সাত-সত্য আলো পাশ কাটিয়ে,উন্মাদ সে আলেয়া-র কালো আঁচল ছায়ার পিছে। সর্বনাশা চাহিদার কালো চোখের মায়ায়, ভুলটাই যে সঠিক মনে করছে তাই তারা। রাত যতই গভীর অন্ধকারে নিমজ্জিত,  ভরের আলো সন্নিকটে ভূমিষ্ঠ পুলকিত। ০৬.০৮.২০২৩

হাসি খুশি সুখী

ছবি
হাসি খুশি সুখী ============ মোঃ রহমত আলী ============ কে এই সুখী এ -তো নাম শুধু শুনি সে যে চিরদুঃখী তবে নাম তার সুখী। কে এই হাসি এ -যে শুধুই কাঁদে মুখে বিষ ফুল তবু নাম তার হাসি। কে এই খুশি নিজেরটাই বেশি বুঝি এ -সে মনের খুশি নাম তার তো খুশি । ০৫.০৮.২০২৩

পাগলা-বাউল

ছবি
পাগলা-বাউল ============ মোঃ রহমত আলী ============ বাউল মন পাগল হয়ে গেলো, পাগল মন হলো রে বাউল। মনের ভিতর যে প্রাণ -তার যে পরান, সে ও জানে-না কোথায় জানের জান। গোলকধাঁধায় পরিবেশ বহাল, সঙ্গ দোষে ভালো মানুষ হয়রান। পাগল চেনা সহজ তো নয়, পথেই হচ্ছে কত জীবন যে ক্ষয়। দয়ার সাগরে কোথায় ঢেউ, হাত বাড়িয়ে মদত করবে যে কেউ। পাগল বসা আজও এক পাল্লায়, আরেক পাল্লায় দুনিয়ার মৌ। বাউলা মনে যে প্রাণ আছে, পাগলা মনেরও এক পরান। জানতে চায় -কে পাগলের খবর, কোথায় আছে পাগলার জান। অমাবস্যা আর পূর্ণিমার তুফান, পাগলা-বাউল এর সব সমান। কাঁদছে পাগল কিন্তু কেন ? মনের সুখে লোকালয়ে মুখ লুকিয়ে ! হাসছে আবার বাউল দুঃখে, মনের জঙ্গলে প্রাণের সুর তুলে। পাগলা চেনে যেমন পাগল, বাউলা চেনে তেমন বাউল, আমরা সভ্য বুঝিনা শব্দ জানি শুধু মূল্য। ০৪.০৮.২০২৩