অচল-পয়সা
অচল-পয়সা
============
মোঃ রহমত আলী
============
বলে কে গরিব আছে,
গরিবি তো মারা গেছে,
জীবিত শুধু বড়লোক।
ফকির কে আছে বলো,
যে এক টাকা ভিখ নেয়,
চার-আনায় কি আর !
খেয়া ঘাট পাড় হয়।
দশ-পয়সা অচল তো নয়,
চলে না তো এখন আর !
পঞ্চাশ পয়সার মুদ্রা।
পাঁচ টাকার কয়েন
বহনে অনীহা, না জানি
পানিতে পড়ে যায় কখন।
কাগজের নোট ছেঁড়াফাটা,
ময়লা-ভেজা-নরম,
চায় না নিতে কেউ
ঘামে ভিজা বদন থাকে যখন।
ব্যাংকগুলো ছেঁড়া টাকা
দেয় বান্ডিলে,গ্রাহক দিলে জমা,
নেয় না তো আর টেপ লাগানো
রং মাখা কাটা নোট স্বল্প।
গরিব আছে কে ?
যে টাকা-র হবে মূল্য,
দেখি এখন -কে ফকির-গরিব !
লয় না ঘুষ অর্থের মূল্য মূল্যহীন ॥
২৫.০৮.২০২৩
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন
একটি ব্যক্তিগত ব্লগ এখানে শুধু নিজ লেখা কবিতা
পোস্ট করা হয় ॥ধন্যবাদ॥