মায়াজাল -
মায়াজাল -
============
মোঃ রহমত আলী
============
রাত কালো হলেও সকাল আলো হবে,
ব্যথার পরেও সান্তনা যন্ত্রনা শইয়ে দিবে।
কাতর আলিঙ্গনের সহানূভবের অনুভবে,
হৃদয়ের আবেগি বনবাসের অভিমানে,
আজীবন ভেঙ্গে যাওয়া মনের উচ্ছাস,
আবার নতুন করে নতুন স্বপ্ন দেখা যাক।
নিরাশাতে এক আশা খুঁজে পাওয়া যায়,
যদি তার আঁধারের সন্ধান জানা থাকে !
তবেই তো আলোর অনুসন্ধান হয়ে যাবে।
কালোর মাঝে এক আলো আছে ভালো,
অনেকের নজরে তা মনে হয় শুধু কালো,
তাই আলোর জন্যই আঁধার কাটলো।
কালো রাত বিদায়,কবে আলোর সকাল,
জানিনা কপালে লেখা,কি হবে পরকাল।
রাতের অঘটনের কালো আলোর বর্ণনা,
দিনের বেলায় হয়ে যায় মেঘের পূর্ণিমা।
জীবনে একটু ভালো আলোর জীবিকায়,
অন্ধকারেই ছুটছে আশা-ভরসার কদম।
সাত-সত্য আলো পাশ কাটিয়ে,উন্মাদ সে
আলেয়া-র কালো আঁচল ছায়ার পিছে।
সর্বনাশা চাহিদার কালো চোখের মায়ায়,
ভুলটাই যে সঠিক মনে করছে তাই তারা।
রাত যতই গভীর অন্ধকারে নিমজ্জিত,
ভরের আলো সন্নিকটে ভূমিষ্ঠ পুলকিত।
০৬.০৮.২০২৩
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন
একটি ব্যক্তিগত ব্লগ এখানে শুধু নিজ লেখা কবিতা
পোস্ট করা হয় ॥ধন্যবাদ॥