নালিশ

নালিশ
============
মোঃ রহমত আলী
============
নোনা জলে মিঠা মাছ
ঘোলা জলে শিকার।
মরুভূমির এক ফুলে
সারা-জাহান সুবাস।
চাবুকের শত আঘাতে
মজলুমের এক ফুকার
আল্লাহ আল্লাহ
কবে হবে ইনসাফ।
জুলুম করছে মানুষ
দুর্বলের উপরে
পাখি গুলো দেখে সব
নালিশ করে আরশে আজিমে।

মিঠা জলে আগুন আজ
নামে মুসলিম-মুসলমান
কাজে অমুসলিমের ভাগ।
সুদ খেয়েও মসজিদে
ঘুষ চেয়ে খেয়ে হাজি
না জানি রব তায়ালা
কার-কার থেকে রাজি।
সালাতে দাখিল নাই
আযান কানে রোজই
খুন করে মানবতা
কেমন মানবিক আজি।
হালালের চেয়ে বেশি
তারা হারামের পিছে
দশ টাকায় ঈমান বেচে।

২২.০৮.২০২৩

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

শূন্যদৃষ্টি (মোঃ রহমত আলী)

হ-য-ব-র-ল ( মোঃ রহমত আলী )

আমরা (মোঃ রহমত আলী)