নিয়ম নীতি -

নিয়ম নীতি -
============
মোঃ রহমত আলী
============
অনিয়মই এখন নিয়মে পরিণত ,
নিয়ম চোখে আর দেখে না তো।
সেবার নামে অসুবিধায় সেবাকারী ,
বাস্তবে এখন সুবিধার বেপারী।
বিশ টাকার মূল্য দুশো পেরিয়ে পাঁচশো ,
হাজার টাকা ঘুষের লাখ টাকা তুল্য।
নিয়ম কানুন সোনার হরিণ ,
ধরার আগেই উড়ে যায় ফড়িং ,
সর্ব সাধারণের অপরূপ রূপ ,
নিরুপায় মোরা যাত্রী পথিক।
অচিরেই সবাই ইনসাফের সম্মুখীন ,
জবাব দিতে আমলের দিন দিন।

আইনের নিয়মে নিয়মিত অন্যায় ,
ন্যায় বিচারক লজ্জায় ঘুমায়।
নিয়ম নামের মনগড়া যত সব
অনিয়মের ফাঁদের বালাই ,
লুটে খাচ্ছে লোকের হালাল কামাই।
অনিয়ম-টাই যদি নিয়মিত নিয়ম হয় ,
আইনের খাতায় লাল-কালির নীতির ,
তবে কি আর মূল্য লিখিত রয় !
সহজ নীতি জটিল খাঁচায় বন্দী ,
উদ্ভট নিয়ম প্রীতিতে যত-শত ফন্দি।
আওয়াজ তুলে নিয়ম-নীতির ,
বিপদে পতিত গাধা,উটের লাথি ॥

০৮.০৮.২০২৩

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

শূন্যদৃষ্টি (মোঃ রহমত আলী)

হ-য-ব-র-ল ( মোঃ রহমত আলী )

আমরা (মোঃ রহমত আলী)