মুসাফির -
মুসাফির -
============
মোঃ রহমত আলী
============
মুসাফির এইতো আমি,
ফিরে যাবো ঠিকানায় ঠিক।
গুনতে গুনতে শেষ,চল্লিশ বছরের দিন।
মুসাফির জীবন চলার পথে,
হয়ে ছিল কতই না কত মুশকিল।
আগমন দুনিয়ায় চিৎকারে কান্নার শব্দে,
চির বিদায় পৃথিবী থেকে,
নীরব আঁখি জলের বহমান স্রোতে।
মুসাফির আমরা তো সবাই পথিক,
কারো মঞ্জিল আগে,
তো কারো গন্তব্য অবধারিত পরে।
মুসাফির আমরা এ জগতে,
পরীক্ষার সম্মুখীন সর্বদা-ই পতিত।
তাই হুশিয়ার মুসাফির,
দুনিয়া তোমার মাত্র ক'দিনের ঠিকানা।
এরই মাঝে করে নাও তুমি,
দীন-দুনিয়ার বেঁচা-কেনা।
আখেরি জামানার দিকে
এই দুনিয়ার বহমান বাতাস,
মুসাফির আমি ছেঁড়া থলিতে
জমা করেছি কত সামান।
যাবার সময় সব রেখে,
নিয়ে গেলাম সাথে শুধু আমাল।
এ জিন্দেগি-টা এক মেহমান,
দাওয়াত শেষে বিদায় মুসাফির ॥
২৬.০৮.২০২৩
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন
একটি ব্যক্তিগত ব্লগ এখানে শুধু নিজ লেখা কবিতা
পোস্ট করা হয় ॥ধন্যবাদ॥