উদাহরণ -
উদাহরণ -
============
মোঃ রহমত আলী
============
নয় চেনে তবে ছয় চেনে না,
অচেনার খবর রাখে যে,
সে চেনাজানা কে -চেনে না।
নতুন বন্ধু তো রোজ পাওয়া যায়,
পুরাতন বন্ধুর খবর কি জানেন !
কার কাছে বসে কাঁদেন তোষামোদে,
সে কি মনের খোঁজ-খবর জানে।
দশের মাঝে দুশমন চেনা দুষ্কর,
আদর্শবান ও কভু ভুলে যান সাক্ষ্য।
মাল দেখে নেয় মানুষ স্বার্থের পক্ষ,
ভান-ধরা এমন যেন জানেনা সত্য।
আমন্ত্রণ জানানো হল চেনা সহ
অচেনাকে -ও, তবে আপন জন
হলো-না হাজির কিছু ভুলের আক্রোশে।
যেমন বাংলায় চার ইংরেজিতে আট -এ
হয়ে রয় মাঝে ভুল বোঝাবুঝি,
অবকাশ নেই কারো নতুন করে আর।
পাথর-টা যত শক্ত তত নরম,
শুধু সময় রয় না এক-মতন।
অজুহাতের খোঁচায় ভারাক্রান্ত মন,
নির্ভুল কার ? চরণের হর কদম !
ভুলে যাবার চেয়ে মনে রাখাটা সহজ,
যদি অতিথির মাঝে চুপ থাকা বন্ধুর,
সমাদরের আদর অবহেলিত রয়,
যেমন নয় আর ছয় এর উদাহরণ ॥
২৩.০৮.২০২৩
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন
একটি ব্যক্তিগত ব্লগ এখানে শুধু নিজ লেখা কবিতা
পোস্ট করা হয় ॥ধন্যবাদ॥