সন্ধ্যাতারা

সন্ধ্যাতারা
============
মোঃ রহমত আলী
============
রজনীর বিদায়ের সাথে,
জেগে উঠে সন্ধ্যা আকাশে,
একটি মাত্র তারা,কিছু সময়ের জন্য,
সেই তারা কে বলে সবে সন্ধ্যাতারা।
তুমি ছিলে আমার জীবনে
এমনই এক সন্ধ্যাতারা।
কিছু সময়ের জন্য আমি
পেয়েছিলাম তোমাকে,ঠিক সন্ধ্যা
আকাশের একটি সন্ধ্যা তারার মত।

আমার আকাশে এখন আর
উঠে না কোন সন্ধ্যাতারা।
লুকিয়ে গেছে আমার সে সন্ধ্যাতারা,
মেঘলা আকাশের পিছনে।
হয়তো আমি আর,দেখবো না কোনদিন,
আমার সেই প্রিয় সন্ধ্যাতারা।
অনেক সুন্দর ছিল সেই সন্ধ্যা,
যে সন্ধ্যায় আমি দেখেছিলাম সন্ধ্যাতারা।
জানিনা এখন কার নজরে
রয়েছে আমার সেই প্রিয় সন্ধ্যাতারা।

২৩.০৪.২০০০

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

শূন্যদৃষ্টি (মোঃ রহমত আলী)

হ-য-ব-র-ল ( মোঃ রহমত আলী )

আমরা (মোঃ রহমত আলী)