শঙ্খচূড় (মোঃ রহমত আলী)

শঙ্খচূড়
============
মোঃ রহমত আলী
============
সাগরের তীরে বারবার
দেখি আমি স্বপ্ন আমার,
বারবার ধুয়ে যায় ঢেউয়ের ছোঁয়ায়।
এক চিল শঙ্খচূড় এলো
মোর অবকাশে ভালোবাসা
হয়ে আমার এ জীবনে।
হারিয়ে গেল আবার
হঠাৎ করে সেই শঙ্খচূড়
ভালোবাসা অজানা বসায়।
ঠিক ওই আকাশে
রংধনু উঠে কিছু সময় পর যেমন
লুকিয়ে যায় অজানা কোথাও।
এক টুকরো শঙ্খচূড়
বিষাক্ত এক ভালোবাসা,
যার শেষ থেকে ছলনা।
এই বেলা শেষ ক্ষণে,
শঙ্খচূড় হাতে ধরে,
উঁকি দেয় মনে মনের অজান্তে,
সেই এক অতীত ভালোবাসা
যার নেই কোন শেষ সমাধা।

২৯.১২.২০০১

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

শূন্যদৃষ্টি (মোঃ রহমত আলী)

হ-য-ব-র-ল ( মোঃ রহমত আলী )

আমরা (মোঃ রহমত আলী)