ঈদের ঈদ

ঈদের ঈদ
============
মোঃ রহমত আলী
============
ঈদের দিনেও আছে কিছু ঈমানদারের,
বহু পূর্ণ আমল ইবাদতের সামিল।
নিসাব পরিমাণ হিসাব করা নিকাশ,
মালে যাকাত বিলিয়ে দিতে হবে,
হরেক সঠিক হকদারদের হাতে।
রোজার শেষে আদায় ঈদের সালাত,
ঈদগাহে মুমিনের জমায়েত এক জামাত।
প্রতিবেশী নেই তো যেন দুঃখী,
খেয়াল করে একটু নজর দিয়ে দেখি।
পরের সুখে সুখী হয়ে,
তবেই খুশির আতর সবে মাখী।
গরিব দুঃখী ফকির এতিম সবার,
চোখে কাজল দিয়ে অশ্রুজল মুছে,তবে
আজি নিজের চোখে সুরমা নিও এঁকে।

ঈদের আমাল কোরবানি হয় কবুল,
হালাল মালের এক এক নেক আমল।
সুন্নত সব পূরণ করে ভুল করোনা ফরজ,
করজ চুকিয়ে দাও আগে পাওনাদারের,
তো ঈদের নতুন পোশাক হক পরিধানের।
কাঁদে তাই অনেক এতিম মিসকিন,
আজ সুখের আনন্দে ঈদে ঈদগাহে, 
হারানো প্রিয়জনের প্রয়োজন উৎসবে।
ঈদের ঈদ বছরে দুই,ধনী-গরীব শরিক,
পাগল-ফকির এক কাতারে হই শামিল,
এই তো মুসলিম জাহানের ঈদের ঈদ ॥

২২.০৪.২০২৩
ঈদের দিন ১৪৪৪ হিজরী

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

শূন্যদৃষ্টি (মোঃ রহমত আলী)

হ-য-ব-র-ল ( মোঃ রহমত আলী )

আমরা (মোঃ রহমত আলী)