আসল আয়না -

আসল আয়না -
============
মোঃ রহমত আলী
=============
আসল আয়না না পারে 
দেখাতে চেহারা নকল।
দেখিয়ে দেয় যা আছে
যার যা যা সব আসল।
বাধা দিতে পারে কে সকল,
দেয় আয়না সদা সত্য উত্তর।
মিথ্যার উপমায় পারে না,
করিতে কোনো ভান-বাহানা।
সাজে আয়নার সামনে
সবাই নিজের মতন,
সাজেনা তো কেউ
আয়নার মতের মতো।

উন্মুক্ত আয়নায় জ্বলে আগুন,
দেখে চুপ,সাজে কেউ যখন
আসল চেহারায় নকল দ্বিগুণ।
সব মতের চেহারা দেখে,
অবিকল মানিয়ে নেয় আয়না।
রোদে চমকায়,সুদূর ছায়ায় ঝলকায়,
আয়নার সত্য,আছে কে মিথ্যা বানায়।
আয়নার মতো সত্য বলে দেখুন,
মিথ্যার সত্য খুঁজে পাবেন তখন।
মিথ্যুকের আঘাতে চূর্ণ-বিচূর্ণ আয়না,
তবু যতোই করি মোরা শত বাহানা,
তবে আরো অধিক সত্যের প্রমাণ,
দেখায় টুকরো এক এক আয়না ॥

২২.০৪.২০২৩

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

শূন্যদৃষ্টি (মোঃ রহমত আলী)

হ-য-ব-র-ল ( মোঃ রহমত আলী )

আমরা (মোঃ রহমত আলী)