মজলুম সাঁই -
মজলুম সাঁই - ============= মোঃ রহমত আলী ============= চলে কলম বনে লিখে তরবারি, সাক্ষী হার জয়ের উজ্জ্বল টুকরো কাগজ খানি। আঘাতের ক্ষতে ব্যথিত বেত, আঘাতকারী দুশমন আজি, ছিলে যে কভু সে বন্ধু মোর বেশ। বদনামের বদলায় করছে সে হামারি নামের নাম। জীবন যুদ্ধে হেরে আমি গাই তার জয়ের জয় গান। বলে লেখা কাগজের অতীত কথা, কাটাকাটি তে ফুরায় শিহাই সবটা। ভুলে বাঁধন গেল খুলে, কলমের সব দোষ গুনে। দরকারে'র দরবারি,দোয়া করে কে কারি,কাজী ও রাজি। কুনামের মান রটিলো সুনামের ঊর্ধ্বে, জিন্দা দিল জালিম সর্ব ফুলেল স্বর্গে, মজলুম সাঁই সব জুলুমের গভীর গর্তে। হলে হবে আর এ শেষ কবে কি ? কানুন কিনুন একমুখী শান্ত। ভেঙে খাঁচা উড়ে পাখি স্বাধীন, সুখে যদি সমুদয় সত্য লিখতো। শঙ্খ শখের আজও বন্দি দুঃখের, নিয়মের কবুল করেনি কোকিল। ভণ্ডের ভক্ত বহু ভরপুর, শালিকের ঘরে শকুনের সুখ। মজলুম চিনে জেনে যুগে যুগ, জুলুম চলে রাতদিন চৌদিক, মহা সবুরের শেষে ইনসাফ ঠিক ! ০৩.০৩.২০২৩