কচুরিপানা -
কচুরিপানা -
=============
মোঃ রহমত আলী
=============
চলতে চলতে হঠাৎ থেমে যাওয়া,
থমকে থাকা নিজ ছায়াবিথীর সনে,
নিরবে-নিরবে বিবাদ করা।
খুব বড় কোনও এক আনন্দে,
দুঃখের জলস্রোতে ভেসে যাওয়া।
ভাঙ্গনের নির্মমতায় কভু-কভু
জোরেশোরে একাই
একা খুব হাসতে থাকা।
প্রথম সংগ্রামে একদাই
একা জয়ী হয়েছি,
শেষের যুদ্ধেও একাই একা
হেরেছি, আনন্দের ধ্রুবতারা
পারিনি-নি ধরতে যে কখনোই।
পলকেই সে খোয়া গেছে
খোয়াবের দরিয়ায় যে,
কচুরিপানার মাতন ভেসেই গেছে।
ভঙ্গিমার ললিতায়, কখনো ফুটে
গোবরে-ওতেই গভীর ভোরের,
নিশীথের-শিশিরের ভেজা-ভেজা
জলে, এক একটা-ই
কাশবনের সু'সুন্দর পদ্ম ফুল।
যুগে যুগে অবজ্ঞা-তিত আমি
কচুরিপানার মতোই ফুটন্ত ফুল।
বিষাক্ত সুন্দর পরো উপকারেই
প্রকৃত আনন্দন হয়তো গভীর।
সবার বেলায় সম্পূর্ণ পরিপূর্ণ,
আমার বেলায় শুধুই শূন্য শূন্য।
তবু আমি ধন্য-ধন্য,সব জলের
ঢেউয়ে মিলে, জোয়ার-ভাটার
সনে মিশে যোগান দেই আরণ্যক।
০১.০৮.২০০৯ // ১৯.০২.২০২৩
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন
একটি ব্যক্তিগত ব্লগ এখানে শুধু নিজ লেখা কবিতা
পোস্ট করা হয় ॥ধন্যবাদ॥