জলে ভাসা সুখ ( মোঃ রহমত আলী )

জলে ভাসা সুখ
=============
মোঃ রহমত আলী
=============
বন্ধু তুমি সুখ খুঁজে নাও
দুঃখের চাদর ফেলে,
এবার মোরা আকাশ ছোঁব
মাটির অতল থেকে।

বন্ধু তুমি দুঃখী কেনো
সুখের দেখা পেয়ে,
জলে ভাসে কচুরিপানা
দুঃখ শত নিয়ে।

বন্ধু তুমি বৃষ্টি ধরো
চোখের দৃষ্টি মেলে,
কেটে যাবে বাদল বেলা
ওঠো হেসে খেলে।

২১.০৪.২০২৫

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

হ-য-ব-র-ল ( মোঃ রহমত আলী )

রাজ মন্ত্র (মোঃ রহমত আলী)

অবুঝ পাগল মন (মোঃ রহমত আলী)