বিশ্বাসের বৃত্ত ( মোঃ রহমত আলী )
বিশ্বাসের বৃত্ত
=============
মোঃ রহমত আলী
=============
শত্রুর মুখোমুখি দাঁড়িয়ে বন্ধুত্বের পায়গামে,
যুদ্ধ থামলেও দুশমনি শেষ হয়-না।
যুগ যুগান্তর পেরিয়ে জামানত মূল্যহীন,
আর আমানত রক্ষাকারী বদনাম মুজরিম।
জীবনটা যখন উদ্যান থেকে জঙ্গল হয়ে,
আজও ধু ধু যুদ্ধের মরু ময়দান,
এ যুদ্ধ চলছে চলবেই শেষ অবধি যদিও।
মিত্র যবে দেখাইলে আসল রঙ্গের চিত্র,
অত্র হইতে দম ফুরাইলো বিশ্বাসের বৃত্ত।
বন্ধুর চোখে-মুখে রহস্যময় যে মিঠা হাসি,
তা যেন এক গুপ্তধন তালাশে শত্রুর বড়াই,
একি অভিনয় নাকি মর্যাদার চোরা লড়াই।
বন্ধু যখন শত্রু হয়ে, বেপরোয়া অত্যাচারী,
মাহোল তখন চুপ, সত্যবাদী মহা অপরাধী !
দিন গুনে-গুনে শেষে ডানা মেলে শান্ত বলাকা,
আরও কিছু লেখা, যা খুলে ইতিহাসের পাতা।
২০.০৪.২০২৫
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন
একটি ব্যক্তিগত ব্লগ এখানে শুধু নিজ লেখা কবিতা
পোস্ট করা হয় ॥ধন্যবাদ॥