বিশ্বাসের বৃত্ত ( মোঃ রহমত আলী )

বিশ্বাসের বৃত্ত
=============
মোঃ রহমত আলী
=============
শত্রুর মুখোমুখি দাঁড়িয়ে বন্ধুত্বের পায়গামে,
যুদ্ধ থামলেও দুশমনি শেষ হয়-না।
যুগ যুগান্তর পেরিয়ে জামানত মূল্যহীন,
আর আমানত রক্ষাকারী বদনাম মুজরিম।
জীবনটা যখন উদ্যান থেকে জঙ্গল হয়ে,
আজও ধু ধু যুদ্ধের মরু ময়দান,
এ যুদ্ধ চলছে চলবেই শেষ অবধি যদিও।
মিত্র যবে দেখাইলে আসল রঙ্গের চিত্র,
অত্র হইতে দম ফুরাইলো বিশ্বাসের বৃত্ত।
বন্ধুর চোখে-মুখে রহস্যময় যে মিঠা হাসি,
তা যেন এক গুপ্তধন তালাশে শত্রুর বড়াই,
একি অভিনয় নাকি মর্যাদার চোরা লড়াই।
বন্ধু যখন শত্রু হয়ে, বেপরোয়া অত্যাচারী,
মাহোল তখন চুপ, সত্যবাদী মহা অপরাধী !
দিন গুনে-গুনে শেষে ডানা মেলে শান্ত বলাকা,
আরও কিছু লেখা, যা খুলে ইতিহাসের পাতা।

২০.০৪.২০২৫

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

হ-য-ব-র-ল ( মোঃ রহমত আলী )

রাজ মন্ত্র (মোঃ রহমত আলী)

অবুঝ পাগল মন (মোঃ রহমত আলী)