পোস্টগুলি

ফেব্রুয়ারী, ২০২৫ থেকে পোস্টগুলি দেখানো হচ্ছে

মানুষ হতে চাই - ( মোঃ রহমত আলী )

ছবি
মানুষ হতে চাই - ============== মোঃ রহমত আলী ============== মানুষের মাঝে আমি  মানুষ পাইলাম কই, ছিল কত বন্ধু আমার, বান্ধব হইলো কই, সখী সে’তো সুখের দিনের, দুখের সাথী কই, জনম বইল কাঙাল-কাঙাল, রাহের রাহি কই, মাথার ওপর ছেঁড়া ছাতা, খাড়া খরা তুফান শই। সবার দুঃখে পরান কাঁদে, আমার মানুষ কই, দেখতে শুনতে সবাই মানুষ, ইনসানিয়াত কই, চোখের দেখা মানুষ শুধু, মাটির মানুষ কই, হাত বাড়িয়ে আকাশ ধরে, মানুষ ধরে কই, মানুষ খুঁজে দানব পাওয়া, মানুষ চিনতে রই। মহা মানবিক জনে-জনে, মহান মনা কই, মানব দুঃখে, মানুষ হাসে, মানবতা কই, ঈমানওয়ালা কম-বেশি সবাই, ঈমানদার কই, ধর্মে মানুষ, কর্মে মানুষ, সাদা মানুষে’রা কই,  আমিও কি মানুষ ভাই ? মানুষ হতে চাই ।। ২২.০২.২০২৫

দাগ - ( মোঃ রহমত আলী )

ছবি
দাগ - ============= মোঃ রহমত আলী ============= গলা থেকে নামছে‘না কাঁটা খেটে খেটে মরছে যে গাধা চোখের নিচে কালো দাগ আঁকা সোজা পথ ছেড়ে বাঁকা পথে হাঁটা জাত ভালা না’ পাত ভালা ভালো নিয়তে গলায় মালা আবোল-তাবোল কয় যাঁরা সরল সোজা পথের পথিক নয় তাঁরা দেখতে সাদা হলেও কি ভোলা মাথার ভেতর ভীষণ ব্যাথা দেখে মন-ভোলানো হেলা খেলা কথার তোড়ে জল পুরা ঘোলা ।। ১২.০২.২০২৫

মোহ - ( মোঃ রহমত আলী )

ছবি
মোহ - ============= মোঃ রহমত আলী ============= দাও তুমি আমার দিল ভেঙে দাও , কিছু বলবো না যতই কাঁদাও। দাও তুমি ফাগুনে আগুন ঢেলে দাও , বলবো না কিছু যতোই নাচাও। দাও তুমি সু’সুখের স্বপ্ন ভেঙে দাও , দেখবো না আর যতই নতুন করে দেখাও। যাও তুমি দুখি করে আমায় যদি যাও , তোমার মোহে আজও আছি সুখের আশায়। যাও তুমি আপন হয়ে পর করে যাও , ফিরে যদি আসো দেখবে আমি অপেক্ষায়। যাও তুমি সুখো স্মৃতি রেখে রীতি ভুলে যাও , দেখোনা চেয়ে কভু ফিরে প্রীতি মরে মায়ায়। ১৫.০২.২০২৫

ক’কাব্য কথা ( মোঃ রহমত আলী )

ছবি
ক’কাব্য কথা ============= মোঃ রহমত আলী ============= সাহিত্য ছিল সাগরে ডুবে , উঠলো ভেসে নদীর কূলে , জীবনচক্রের কাণ্ড মূলে ; চাঁদের জ্যোৎস্নায় মাতোয়ারা হয়ে। ছন্দ হারা, মন্দ কি তা ; আমার লেখা কথা যা তা , আকাশের বুকে যত তারা , একা একা সবাই তাঁরা। ফুলের সৌরভে মাখা মাখা , ক’কাব্য গৌরবে আঁকা , ভাঙা মনের কিছু কথা ; সুখের খোঁজে দুখের ঘোরে থাকা। কথার চাবুকে কলম চলে , ব্যথার মলম কবিতা হলে ; উপন্যাস খুলে বলতে গেলে ! কবিতা’র ফাগুনে আগুন জ্বলে। ১৪.০২.২০২৫

যথার্থ যদিও - ( মোঃ রহমত আলী )

ছবি
যথার্থ যদিও - ============= মোঃ রহমত আলী ============= আমি দেখেছি , ফুলগুলো কিভাবে কেন ঝরে যায়। আমি দেখেছি , কিছু কান্না কেন জমাটবাঁধা অশ্রু হয়। আমি দেখেছি , প্রেমের অসুখেও কেউ সু'সুখে রয় ! আমি দেখেছি , রুমালে শুকিয়ে-যেতে আঁখিজল হায়্। আমি দেখেছি , আপনজনেরাও কতটাইনা স্বার্থপর হয়ে যায়। আমি দেখেছি , কেমন-করে, বন্ধু হঠাৎ পিঠ দেখিয়ে দেয়। আমি দেখেছি , আপন রক্ত যখন স্বার্থের দ্বন্ধে দুশমন হয়ে রয়। আমি শুনেছি , মহা-বীরের কান্না বিলাপ। আমি শুনেছি , রাজার হাসির আওয়াজ। আমি শুনেছি , বাউলের সুরে-সুরে যে আভাস। আমি শুনেছি , পাগলীর করুণ ইতিহাস। আমি শুনেছি , অসহায় রোগীর আর্তনাদ। আমি শুনেছি , স্বজন হারানোর আহাজারি। আমি শুনেছি , গর্জে উঠা বাদলের প্রতিবাদ। আমি জেনেছি , মানুষের জন্য’ই মানুষ। তবুও দেখা যায়, কেউতো কারো’র নয় ! আমি জেনেছি , বিপদে এগিয়ে আসে মিত্র। তবে কই আজকাল দেখা যায় সে চিত্র ! আমি জেনেছি , মানবিক হতে হবে। তবে কোথায় ; তথাপি মানবতা আজ ! আমি জেনেছি , শ্রদ্ধা বড়দের প্রাপ্য। আজ আর কই তা স্বল্প ; শুধুই কি গল্প ! আমি জেনেছি , শিক্ষাই জাতির আলো। শিক্ষিতরা এখন কত রূপে কত ভালো ? ...