ক’কাব্য কথা ( মোঃ রহমত আলী )
ক’কাব্য কথা
=============
মোঃ রহমত আলী
=============
সাহিত্য ছিল সাগরে ডুবে ,
উঠলো ভেসে নদীর কূলে ,
জীবনচক্রের কাণ্ড মূলে ;
চাঁদের জ্যোৎস্নায় মাতোয়ারা হয়ে।
ছন্দ হারা, মন্দ কি তা ;
আমার লেখা কথা যা তা ,
আকাশের বুকে যত তারা ,
একা একা সবাই তাঁরা।
ফুলের সৌরভে মাখা মাখা ,
ক’কাব্য গৌরবে আঁকা ,
ভাঙা মনের কিছু কথা ;
সুখের খোঁজে দুখের ঘোরে থাকা।
কথার চাবুকে কলম চলে ,
ব্যথার মলম কবিতা হলে ;
উপন্যাস খুলে বলতে গেলে !
কবিতা’র ফাগুনে আগুন জ্বলে।
১৪.০২.২০২৫
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন
একটি ব্যক্তিগত ব্লগ এখানে শুধু নিজ লেখা কবিতা
পোস্ট করা হয় ॥ধন্যবাদ॥