অমূল্য স্মৃতির বেদনা (মোঃ রহমত আলী)
অমূল্য স্মৃতির বেদনা
==============
মোঃ রহমত আলী
==============
পচে যাওয়া ফুলের আজও যতন,
ভেঙে দিতে ভুল চলে বহু কথন,
উদ্ধার হলো না সুখ,দুঃখটা আপন।
দায়বদ্ধ ব্যর্থতায় আনন্দের বসত,
অগ্রিম জমানো জামানত বেদখল,
আগমন আর তার এক আমানত।
পোষ মানে-না আমার মন পাখি,
অবাধ্য মোহনায় ডুবা সজল আঁখি,
সারারাত ফোঁটা যতনের মুকুল,
সকালবেলা হায় ঝরে গেল ফুল,
আজ বুঝলাম কত যে ছিল ভুল !
তবু সুখী মুখরিত খুশবুতে সে কূল।
পচা ফুলটা আজও অমূল্য স্মৃতি,
শুকিয়ে যায় আঁখিজল সুখে,
বেদনা দুঃখের তাতে গুণ দ্বিগুণ।
তাকিয়ে থাকি হা করে,তোমার
চলে যাওয়া পথের পদে-পদে,
সে ক্ষত হৃদয় গভীরে আজও কাঁদে।
মজাদার ছিল বড় কথার আঘাত,
এসে হেসে তুমি যা দিলে শখের বশে,
আজব নহে এ যে প্রেমের প্রতিদান।
মুখে কবুল,মনেপ্রাণে যদি মকবুল,
তবে কেন খেলো-খেলা ও পরান-ফুল,
তাও তো দেখোনা যে চোখে যমুনা !
২২.১২.২০২৩
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন
একটি ব্যক্তিগত ব্লগ এখানে শুধু নিজ লেখা কবিতা
পোস্ট করা হয় ॥ধন্যবাদ॥