সময় অসময় (মোঃ রহমত আলী)

সময় অসময়
============
মোঃ রহমত আলী
============
সময়ের আগে আর সময় আসে না,
সময়ের পরে আর সময় থাকে না,
সময় মতো জোয়ার,সময় হলে ভাঁটা,
সময়ের সাথে সময়ই বলে ন্যায্য কথা।
শান্তির তালাশে অশান্ত ধ্যানে ছুটে চলা,
সান্ত্বনা কোথাও তো গেলো না পাওয়া,
সময়ের সাথে ধৈর্যের ঠিক তাল-মেলে
নাই বুঝি,তাই সময়ের সাথে প্রকৃতির
বোঝাপড়া নিয়মিত নিয়মের প্রতিদান।
সময়ের এপিঠ,সময়ের ওপিঠ,চিন্তাকরে
চলে চিন্তাশীল,তবুও সময় বদলায় ঠিক,
সময়ের মতই,সময়ের সঠিক নিয়মেতেই।
বৃদ্ধ যেমন হয় না মন,সময় সদা জোয়ান
তেমনই সারা জনম,শুধু সময়ে বদলায়
সময়ের সব কার্য ধরনের মর্মে কর্মফল।

সময়ের রূপ বড় সুন্দর,বড়ো নির্মম,
দুঃসময়ে ধৈর্যধারণ মনে আনে পূর্ণ বল,
সময়ের সাথে তালমিলিয়ে চললে,
পুরো সময় যখন যেখানে যেমন,
তখন সেখানে সময় হবে তেমন।
সময়ের আগে তো আর যাওয়া যায়না,
তাই অপেক্ষা উপযুক্ত সময়ের প্রতীক্ষা !
সময়টা আজ তার,কাল কার,তো আবার
ঘুরেফিরে না জানি কখন যে কার-কার !
কখনো সময় অসময়,কখনো খুব দুর্বল,
কখনো আবার কঠিন পরীক্ষায় সফল,
তাই সময়ের সাথে সময় বদলায় হরদম।
দুঃসময়ে পরিচয় ঘটে হায় পরিচিত জন,
তখনও সময়ের নিয়মে হয় তারিখ বদল,
যদিও সময় বয়ে যায় তবুও স্মরণ রয় ॥

২১.১২.২০২৩

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

শূন্যদৃষ্টি (মোঃ রহমত আলী)

হ-য-ব-র-ল ( মোঃ রহমত আলী )

আমরা (মোঃ রহমত আলী)