ধীরে ধীরে - (মোঃ রহমত আলী)

ধীরে ধীরে -
============
মোঃ রহমত আলী
============
ধীরে ধীরে ফুল ফোটে ,
ধীরে ধীরে ভুল ভাঙ্গে ,
ধীরে ধীরে কূল মিলে ,
ধীরে ধীরে পঙ্খী উড়ে ,
ধীরে ধীরে সূর্য উঠে ডুবে ,
ধীরে ধীরে শিশু আজ বৃদ্ধ ,
ধীরে ধীরে সচল হয় অচল ,
ধীরে ধীরে রংধনুটা নিখোঁজ ,
ধীরে ধীরে জমাট বাদল ,
ধীরে ধীরে বয়স বদল ,
ধীরে ধীরে আঁধার গমন ,
ধীরে ধীরে আলোর আগমন ,
ধীরে ধীরে নতুন চাঁদ পুরাতন ,
ধীরে ধীরে সৎ কর্ম সফল ,
ধীরে ধীরে মাটির বুকে ফসল ,
ধীরে ধীরে কামিয়াব সাধন ,
ধীরে ধীরে হয় কচ্ছপের জিত ,
ধীরে ধীরে কিছু অর্জন ,
ধীরে ধীরে মায়ার বাঁধন ,
ধীরে ধীরে বুনে মাকড়সার-জাল ,
ধীরে ধীরে দুষ্ট লোকের মিষ্টি-চাল ,
ধীরে ধীরে বুঝে উঠতে সময়-পার ,
ধীরে ধীরে সংগ্রাম জয় একবার ,
ধীরে ধীরে সত্য হবে ইনসাফ ,
ধীরে ধীরে আজ হয়ে যাবে কাল।
ধীরে ধীরে হবে সমস্যার সমাধান ॥

১৭.১২.২০২৩

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

শূন্যদৃষ্টি (মোঃ রহমত আলী)

হ-য-ব-র-ল ( মোঃ রহমত আলী )

আমরা (মোঃ রহমত আলী)