সমান-সমান (মোঃ রহমত আলী)
সমান-সমান
=============
মোঃ রহমত আলী
=============
যারা ছিল,তারা তো এখন আর নেই,
যারা আছে,তারাও চলে যাওয়ার পথে,
যারা আসবে,তারা ক্ষণিকের মেহমান,
যারা চলে গেছে তারাই বেঁচে গেছে !
যারা থাকতে চায়,তারা যেতে হবে বাধ্য ॥
তারা কোথায়,যারা ভেবেছিল যাবেনা,
তারাও তো বিলীন,কালক্রমে মাটির গর্ভে,
তারা আজও আছে ইতিহাস সাক্ষী,
তারা যারা ছিল সব একদম সত্যবাদী !
তারা চলে গেছে তবুও যুগের ইতিহাস ॥
যারা যোগ্য ছিলে,তারা অযোগ্য হলো,
যারা সবল ছিলে,তারা আজি দুর্বল,
যারা অত্যাচারী,তারা একদা হবে নির্মূল,
যারা ধৈর্যশীল,তারাই মূল সময়ে সার্থক !
যারা সত্য জেনেও,ভান ধরে অজানাই,
যারা করে মিথ্যাচার,তারাই পরাজিত ॥
তারা দুষ্ট নির্বোধ,যারা করে হক হরণ,
যারা সাক্ষ্য দেয় মিথ্যা,যারা করে বরণ,
তারা জবাবদিহিতায় কি বলবে তখন ?
যারা নির্যাতিত,তারা জেগে হবে উৎফুল্ল,
যারা করে অবিচার,দেখবে তারা সেদিন
ন্যায়বিচার,ইনসাফ শেষ সমানে-সমান ॥
১৬.১২.২০২৩
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন
একটি ব্যক্তিগত ব্লগ এখানে শুধু নিজ লেখা কবিতা
পোস্ট করা হয় ॥ধন্যবাদ॥