অনির্বাণ - (মোঃ রহমত আলী)
অনির্বাণ -
============
মোঃ রহমত আলী
============
চোখ খোলো নব যুগের দামাল,
দেখাও তোমার সৎ হিম্মতের কামাল।
আওয়াজ তোলো ইনসাফের জয় গানে,
একাই তুমি সমান হাজার জওয়ান,
অন্যায় দেখে হয়োনা পেরেশান,
সাহস ধরে হয়ে যাও আগুয়ান।
দুয়ার খোলো সময়ের দারোয়ান,
সদা সত্য তোমার মগজে বহমান,
মিথ্যা তোমার জন্য নয় পরিধান,
নব যুগের নব ইতিহাস হবে অনির্বাণ।
যুগান্তর কোন এক আওয়াজ,
হয়ে রবে যুগে-যুগে সত্যের অভিধান।
মুখ খুলে দাও ফুকার ওহে দামাল,
ভয় কি সত্যের জন্য চাইতে ইনসাফ,
হ্যাঁ আসবে কিছু সাজানো তুফান,
ভয় নেই,ভয় নেই,তুমি বলবান,
তুমি যুবক,তুমি নব যুগের নওজোয়ান।
এগিয়ে যাও পায়ে-পায়ে সামনে,
শান্ত এক নিয়তে,অশান্ত হিম্মত ধরে,
তোমার যৌবনে জাগাও ঈমানের জোশ।
যারা ছিল,তারা তো আজ আর নেই,
তবু আছে জিন্দা আজও তাদের সততা,
তাই অন্তরে ধারণ,তাদের যত ধরন,
ধৈর্য আর হক-হিকমতে তারাই অনির্বাণ ।
১২.১২.২০২৩
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন
একটি ব্যক্তিগত ব্লগ এখানে শুধু নিজ লেখা কবিতা
পোস্ট করা হয় ॥ধন্যবাদ॥