মাটি (মোঃ রহমত আলী)

মাটি
================
মোঃ রহমত আলী
================
মাটির বুকে ঘুরে-ঘুরে
খাঁটি মাটির খোঁজে
মাটির মানুষ মাটি চেনেনা
হিংসা পুষে অন্তরে
ঘুন ধরেছে জ্যান্ত গাছের
আগা গোড়া সবখানে
মাটির মায়ায় মাটি কেটে
ঘর বানায় একটাই যে
মাটির জন্য যুদ্ধ করে
জিন্দা মাটির সঙ্গে প্রেম-টা কই
তিল-তিল করে চেনা
এক পলকে অচেনা
চোখ মুখের কথা সব মাটি
পুতুল এরা চেনেনা আসল মাটি
মাটির বুকে ঘুমাতে হবে
ভাবনা নেই যে কার
মাটির সাথে বেইমানি করে
গড়ে মাটির প্রাসাদ
মাটির সাথেই মিশে একদিন
সব হবে যে সবই মাটি
মাটির পানে আঘাত হানে
চলে খুব গর্ব ভরা কদম মেলে
মাটির মায়ায় মরতেও পারে
মারতেও জানে মাটির মানুষ
রোজ খোঁজে ঘুরে-ঘুরে রিজিক
মাটির ভিতর মাটির ঘর মাটি

১১.১২.২০২৩

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

শূন্যদৃষ্টি (মোঃ রহমত আলী)

হ-য-ব-র-ল ( মোঃ রহমত আলী )

আমরা (মোঃ রহমত আলী)