কবি ও কবিতা (মোঃ রহমত আলী)

কবি ও কবিতা
============
মোঃ রহমত আলী
============
বলবে কথা কবিতা
চুপ থাকো হে কবি
তুমি শুধু লিখতে জানো
খুলবো তো রাজ আমি।

তুমি কবি স্বপ্ন দেখো
সাদা-কালো রঙিন কবিতা
আমি বলে-দেবো
জীবনের ছবিটা।

বলছে কথা কবিতা
শোনো চুপ শ্রোতা
অনেক দিনের জমানো আগুন
জ্বলছে কবির কলমে।

একদিন কবি মৃত
জীবিত আমি ক্ষণিকের কবিতা
জীবনের কথা ফকিরের ভিক্ষা
পাগলের অবুঝ পাগলামি
আমি সেই আরো কবিতা।

লেখা শেষ কবিতা
কে করিবে আবৃত্তি এটা
ভুলভাল ছন্দ অন্তমিল মন্দ
কবিতার মায়ায় কবি অন্ধ
কবিতা বইয়ের পাতায় বন্ধ।

১০.১২.২০২৩

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

শূন্যদৃষ্টি (মোঃ রহমত আলী)

হ-য-ব-র-ল ( মোঃ রহমত আলী )

আমরা (মোঃ রহমত আলী)