আবদ্ধ (মোঃ রহমত আলী)
আবদ্ধ
============
মোঃ রহমত আলী
============
সবার সাথে সবার জমে না তো ভাব ,
মনের মতো মনের আজ বড় অভাব !
সুখী সবাই উপর-উপর ,
দুঃখী যে ভেতর-ভেতর ,
হাসিতে যার মুখ ভরাট ,
কাঁদাতে পারে কে ললাট ,
স্পষ্ট কষ্ট একা তার চোখের কিনারায় ।
সবার সাথে সবার মিলেনা যে সব তাল ,
তবুও চলতে হয় মিলিয়ে তালে-তাল !
প্রশ্নের উত্তর জরুর তবে ,
উত্তরের উত্তরে বিবাদ হবে ,
আনন্দ শেষে বিষাদ রবে ,
মজবুত কথা দুর্বল যেথায় ,
সালাম দিয়ে জলদি বিদায় হেথায় ।
সবার সাথে সবার ভালোবাসা কি সমান ,
তাই নজরবন্দি ফিকির গুলো যার তার !
জীবন থেকে নেওয়া জীবন ,
হিসাবের ব্যবধান তুলনায় ,
আবদ্ধ নজরের করুণায় ,
তফাৎ শুধু বিষয় বিবেচ্য ,
মনের আঙিনায় কল্পনা এক আলোচ্য ॥
০১.১২.২০২৩
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন
একটি ব্যক্তিগত ব্লগ এখানে শুধু নিজ লেখা কবিতা
পোস্ট করা হয় ॥ধন্যবাদ॥