সুপারিশ -

সুপারিশ -
============
মোঃ রহমত আলী
============
থেমে আছি এই পর্যন্ত একাই,
শোনেনি যতদূর মর্মান্তিক কান্না কেউ।
চোখের আঙিনায় সারা দুনিয়ার কাহিনী,
বন্দী গোপন মগজের শিরায়-শিরায়।
ইতিহাস অধিকারের পুড়ে হলো ছাই,
কানার দরবারে দাঁড়ানো,বোবার সুপারিশ
মুখোমুখি-চুপচাপ বধিরের খারিজ।
ততদূর তো পারি নাই যেতে,তবু দুর্বল নই,
মজবুত মন হারিয়ে যায় মাঝে-মাঝে,
নক্ষত্রের মতো কালো মেঘের সত্যিতে।
আবার ঘুরে-ফিরে ঝরে যায় শক্তিতে,
কলমের তলোয়ার,বিষয় শূন্য কাগজের
এক ময়দানে,আহত যোদ্ধার হারমানা
বিজয় উল্লাসে উচ্চ হাসি-কান্নার স্রোতে।
থেমে আছি আজও তবুও ধৈর্য-ধরে !
রেগে-রেগে রোগা মনে,আর কতদূর ?
শৈবালের জুতা পায়ে,যেতে-যেতে আর
পারছি না,তাই দৌড়ায়ে যাই তবু হিম্মতের
হিকমতে,এই মরু পার হবো যে একদিন।
স্বার্থ আর সাধ্য একই বৃত্তে ঘুরপাকে মত্ত,
কই দেখি না তো কেউ যে এসে দাঁড়াচ্ছে
ন্যায়ের পক্ষে কারো এক আওয়াজ,আর
অন্যায়ের বিরুদ্ধে হুংকার দিয়ে দুই ডাক।
তাও যদি যার-তার অন্তরে বাধাগ্রস্ত
হয়েও,নির্মাণ হয়ে যায় পুনরায় সততা ॥

০৫.১০.২০২৩

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

শূন্যদৃষ্টি (মোঃ রহমত আলী)

হ-য-ব-র-ল ( মোঃ রহমত আলী )

আমরা (মোঃ রহমত আলী)