এক টাকা -

এক টাকা -
============
মোঃ রহমত আলী
============
এক কোটি স্বপ্ন কিনেছিলাম,
এক টাকায়।
ছিলোনা তখন জরুরত,
হাজার লক্ষ টাকা।
খুশি খুব হয়ে যেত বাছা,
এক টাকা হতে।
কত কিছু খাওয়া-দাওয়া,
সারাবেলা ঘুরে।
তবুও সন্ধ্যায় থেকে যেত,
চার-আনা পকেটে।
ব্যাগ ভরে বাবা করতো বাজার,
পাঁচ-দশ টাকাতে।
শুনেছিলাম সারা সপ্তাহের কামাই,
একশত টাকা যে।
হাসিখুশি-সুখের ছিলোনা অভাব,
যা ছিল টাকার দাম।
আজকের লাখ টাকার মূল্য,
তুল্য যেন তুচ্ছ-তুচ্ছ।
লন্ঠনের আলোতে-ও ছিল সে কালে,
অদ্ভুত এক শান্তি।
পাঁচ-পাই,দশ-পাই আর নাহি
আজ খুঁজে পাই।
পঞ্চাশ-পয়সায় বাইসাইকেল ভাড়া,
ঘুড়ি,সুতা ও রঙের-মিঠাই।
কই মূল্য সেই আহা এক টাকা !

০২.১০.২০২৩

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

শূন্যদৃষ্টি (মোঃ রহমত আলী)

হ-য-ব-র-ল ( মোঃ রহমত আলী )

আমরা (মোঃ রহমত আলী)