অথচ-অচল

অথচ-অচল
============
মোঃ রহমত আলী
============
বিশ্বাস করেছেন -কি ঠকেছেন,
মিথ্যা বলছেন -তো জিতেছেন,
বিশ্বাস করা ছাড়া উপায় আছে কি ?

সুযোগ দিয়েছেন -কি মরেছেন,
স্বার্থ ফুরালেই -তো অপ্রয়োজনীয়,
উপকারের পরিণাম পেয়েছেন কি ?

সাবধান চিটারের -কি বিবেক-জ্ঞান,
ধরা খেয়েছেন -তো আহাম্মক বনেছেন,
প্রতারিত না হলে প্রতারক চেনা যায় কি ?

সত্য বলেছেন -কি মিথ্যার রূপ দেখেছেন,
মিথ্যাবাদীর প্রমাণে -তো অন্ধ সত্য অচল
যে-যেমন সে-তেমন এটাই স্বাভাবিক !

ঠকেছেন তাহলে বলুন -কি হয়েছে,
বাটপার বেটা -তো নিজের বাপের ও নয়,
একবার চিনে তোকে সালাম বারেবার।

নীতি দেখিয়েছেন -কি অর্থনীতি বোঝেন,
সৎ নীতিবান কোথায় সব -তো নিখোঁজ,
তারপর অ চেষ্টায় বেঁচে চল-চলাচল ॥

০৬.০৯.২০২৩

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

শূন্যদৃষ্টি (মোঃ রহমত আলী)

হ-য-ব-র-ল ( মোঃ রহমত আলী )

আমরা (মোঃ রহমত আলী)