চোরের ঘরে চুরি
চোরের ঘরে চুরি
============
মোঃ রহমত আলী
============
ঘটনা-ঘটলো বড়ই আজিব,
চোরের ঘরে চুরি-র ঘটন,
চোরি করেছে যে বহু কবির কাব্য,
তারই ঘরে চুরি সামান-সমেত,
চুরির পাণ্ডুলিপি,চুরি করেছে সে অসভ্য।
চোর যে সাহেব-সাহেব স্বভাব,
তার ঘরে নেই তো কোন অভাব।
হাতে তাহার জাদু-র চোরা বিদ্যা,
মাথায় নেশা কবিতা-কলম চুরির পেশা।
অজ্ঞাত সে অধরাই রয়ে যায়,
সে চোর যে চোরের ঘরে করলো চুরি।
সে বর্ণ কানা,লেখা চোরা,
চালাতে জানেনা কলম যারা,
অন্যের লেখা নিজের বলে,
চালিয়ে দেয় গল্প কবিতা করে।
লজ্জা নেই ধরা খেয়ে,
মরেনা তো জলে ডুবে,
আরে বেটা কবিতা চোরা,
গল্প,উপন্যাস,কবিতা লেখা কি ?
সহজ এত ! দশের কবিতা করে চুরি,
পারবে কে তুমি ? ওরে বোকা !
কবির ধ্যান-জ্ঞান কী করতে চুরি।
লিখতে কবিতা পারিনা আমি,
লেখায় সবই অন্তর্যামী।
তাই লেখা এই কবিতা চোরের ঘরে চুরি ॥
১৬.০৯.২০২৩
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন
একটি ব্যক্তিগত ব্লগ এখানে শুধু নিজ লেখা কবিতা
পোস্ট করা হয় ॥ধন্যবাদ॥