খেলাঘর
খেলাঘর
============
মোঃ রহমত আলী
============
মরা ফুলে,গেঁথে মালা,
কত নূতন খেলা,
মনোহর লগন।
নত হতে-হতে,
পাথর হয় মন,
অবশেষে ক্রন্দন।
হাত দাও হাতে,
চলো একসাথে,
চোখ রাখো চোখে,
কথা চোখাচোখি-তে।
ফুলে-ফুলে বাহার,
খুশবুর সমাহার,
তারই মাঝে ভাঙে,
কারো খেলাঘর।
নকল ফুলে বাহ্
আতর মেখে আদব,
প্রশ্ন করে কেউ,
আজব আসল-নকল।
দাওয়াতের থালায়,
আপ্যায়ন মিলাও,
পোশাকের পরিচিতি
পরিচয় হওয়ায়।
সোনা আর তামা,
রঙে দেখায় এক,
মানুষে ফারাক অন্তরের ॥
১৫.০৯.২০২৩
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন
একটি ব্যক্তিগত ব্লগ এখানে শুধু নিজ লেখা কবিতা
পোস্ট করা হয় ॥ধন্যবাদ॥