সাধুবাদ
সাধুবাদ
============
মোঃ রহমত আলী
============
করো আরো দুর্নীতি,
মারো তিলে-তিলে,
দুনিয়ার গরিব দুঃখী।
লাগাও আগুন,তেলে বেগুন,
খাবে ভেজে শকুন।
দুমুখো সাপের বাপ,
কিছু মানুষ আজ,
শিকার রোগীর অনুরাগ,
মুন্সি বন্দী তো মাফ।
খাও ঘুষ বেশি-বেশি,
সুখটা তোমার -কাল,
সুদের হিসাব-নিকাশ,
বুঝবে তুমি পরকাল।
বাড়াও দর যত খুশি,
লাভের হিসেব হবে,
ঠকাও তুমি ওজন দিতে,
যাকে-তাকে বারবার,
চোরের সাধু ভাষা আবার।
কাটছো পকেট আরও কাটো,
মগের-মুল্লুক আজ,
ডাকুর মাথায় তাজ।
লাগছে ভালো লুটতে থাকো,
ডাস্টবিন সহ ময়লা যত,
উন্নতি পায়ের তলায়,
জানাই বন্ধু সাধুবাদ !!
১১.০৯.২০২৩
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন
একটি ব্যক্তিগত ব্লগ এখানে শুধু নিজ লেখা কবিতা
পোস্ট করা হয় ॥ধন্যবাদ॥