বর্ণন -
বর্ণন -
============
মোঃ রহমত আলী
============
কোকিল আর কাক,
হয় কি এক ডাক,
শামুক ও ঝিনুক,
হয় নাকো এক মাপ।
লবণ এবং চিনি,
একই রকম জানি,
চোখের-পানি,নদীর-জল,
নোনা কেন বল ?
একেক দেশের মানুষ,
এক-এক চাল-চলন।
গাভীর দুধ শিলাবৃষ্টি,
মিঠা কেমন সৃষ্টি।
ফুলের ভিতর মধুর আবাদ,
হরেক রকম স্বাদ,
খুশবুর আবার ভিন্ন সুবাস,
পাখির সুমধুর আওয়াজ।
শালিক চেনে মালিক তার,
কুকুর পাহারাদার।
বন্ধু হয়ে যায় শত্রু কভু,
বেঈমান স্বার্থপর,
ঘোড়া ওফাদার।
তোতা-ময়না বলে কথা,
পিঁপড়ার আছে সর্দার,
একের খোরাক আরেক খায়,
শুকরিয়া আল্লাহ তায়ালার ।
১০.০৯.২০২৩
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন
একটি ব্যক্তিগত ব্লগ এখানে শুধু নিজ লেখা কবিতা
পোস্ট করা হয় ॥ধন্যবাদ॥