অভিযোগ

অভিযোগ
============
মোঃ রহমত আলী
============
এই তো লেখা,যা পড়ে না কেউ,
খুশি হচ্ছে শুনে বোবা।
এই তো আমি,যাকে চেনে না কেউ,
তবে খুঁজছে কেন কানা।
এই যে আপনি,তো খুব নামি-দামি,
তবু নামে কেউ নেয় না তো দোয়া।
এই যে ফকির,ভিক্ষা করে খায়,
যার নাম বাদশাহ সবার মাথায়।
এই সেই পাগল,দেয় শুধু গালি,
তাই শুনে তারা যে খুব উল্লাসী।
এই সেই শ্রমিক,পরিশ্রম করে অধিক
যার মূল্যায়ন নাই তো ঠিক।
এই যে এরা -তো সেই চাকর,
যারা মনিবের মাথায় ভাঙ্গে পাথর।
এই যে এরা -তো সেই কর্তা,
যাহারা ঘুষ ছাড়া বলে না কথা।
এই তো ডাক্তার,সবার মা-বাপ,
রোগীর-রোগ টেস্ট ওষুধ এ শেষ।
এই তো সার্ভিস,যেকোনো দালালের,
কাজের আগে কাজ হতে হয়।
এই যে শিক্ষক-শিক্ষার পাঠাগার,
আজ গুরু সম্মান অর্থের পরিমাণ।
এই যে চোর-বাটপার মনে করে বাহ্ !
আসলে এদের মনুষ্যত্বের অভাব,
এই তো এই সব এই যা তা ॥

০১.০৯.২০২৩

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

শূন্যদৃষ্টি (মোঃ রহমত আলী)

হ-য-ব-র-ল ( মোঃ রহমত আলী )

আমরা (মোঃ রহমত আলী)