জুয়া খেলার খেলা

জুয়া খেলার খেলা
=============
মোঃ রহমত আলী
=============
জীবনটা এক জুয়া খেলা,
আর জোয়ারের মতই
এ জীবন ভাটায় ভেসে চলা।
কখনো জিতের বেলায় ভাঙ্গনের লীলা,
কখনো আবার গড়ার বেলায়
বন্ধুর বেঈমানিতে হেরে যাওয়া।
এক জীবন নামের জুয়ার আসরে
জয় যার,পরাজয় মেনে নিয়ে যে,
মেহেরবানী করে যায় শুধুই বারবার।
জীবন জুয়ার পাতিতে
যে রানীর নাম লেখা শুধুই একবার,
সেই হারের বেলায়-
জয়ের নামে করে তাই হায় হায় !
জুয়ার জালের মতই কেউ এ
জোয়ানীতে ফেঁসে জ্বলে আর জ্বলে,
জয়ের খুবই কাছাকাছি গিয়ে।
তাই এ জীবন তরী ভেসে চলে,
কখনো-কখনো এ ঘাটে ও ঘাটে,
অসহায় ভাবে একটাই এক এক
অধিকারে একটু-একটু বঞ্চিত হয়ে।
আমার বেলায় এ জীবন
জালিয়াতির খেলা,তাই জুয়ার
ছলে-ছলে হারের বেলায়,
জিততে ছিনিয়ে আনা।
জুয়ার জালিয়াতিতে জবেহ করা
হলো সত্য এক সত্যের প্রতীক কে
তাই পাথর আঁখিতে রাতেই সূর্য উদয়।

২৭.১০.২০০৭

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

শূন্যদৃষ্টি (মোঃ রহমত আলী)

হ-য-ব-র-ল ( মোঃ রহমত আলী )

আমরা (মোঃ রহমত আলী)