আরজু

আরজু
============
মোঃ রহমত আলী
============
কে চায় ফিরে আর বারবার,
পচা ফুল ফলের দিকে।
যে পায় না সে ও তো,
ঘুরে ফিরে তাকায় না।
যা পেয়েছি তা অনেক,
যা হারিয়েছি তা-ও কম নয়।
অর্জন ছুঁতে পারেনি সীমান্ত,
তবু পথ চলা আজও অনন্ত।

নামের-নামী চাইনা হতে আমি,
কর্ম তরে নাম যদি হয়,
সেটাই হীরার বেশি দামী।
অতীত আঁধারে আলো হারালো,
মান-অভিমান ঘুরপাকে পচলো,
ধন্য তবু আমি অন্যের জন্য।

হারিয়ে নাম হয়েছে বদনাম,
লেখা ছিল কিছু ক্ষেত্রে অপমান।
জানা-অজানার পরিচয়,
বিবরণ খোলামেলা সব অপচয়।
কে যায় ফিরে নিকট খালি কলসের,
চতুর সবাই আশেপাশের,
আক্ষেপ চলে শ্বাস-নিঃশ্বাসের,
নির্বাক আছে চুপ দোয়াত কলম।

০৯.০৬.২০২৩

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

শূন্যদৃষ্টি (মোঃ রহমত আলী)

হ-য-ব-র-ল ( মোঃ রহমত আলী )

আমরা (মোঃ রহমত আলী)