বিষপাথর
বিষপাথর
============
মোঃ রহমত আলী
============
মনের মাঝে আগুন জ্বলে,
চোখে বহে অশ্রু সাগর।
রাতে ফোটা ফুল জঙ্গলে,
দিনের বেলায় বিষ পাথর।
কালো মেঘে সময় বদল,
সুখের সাথে দুঃখের বাদল।
আষাঢ় শ্রাবণ যখন তখন,
চোখের নদী শুকায় কখন।
পাহাড়সম শক্ত কষ্ট যত,
ঝর্ণাধারায় বহে জনম শত।
আকাশ উদার রঙিন বাহার,
নেই বলো সুখ-দুখ কাহার।
অচিন পাখির জন্য কাঁদে,
কোন সে কানন আবার।
ভাদ্র মাসে ভদ্রলোকের,
ভদ্রতা কে জানে কত প্রকার।
পরশ পাথর বুকে দাফন,
ঘুরছে পথে খুঁজে আপন।
জোয়ার-ভাটা মানেনা বাধা,
ভাঙা মনের বেহাল দশা।
০৩.০৬.২০২৩
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন
একটি ব্যক্তিগত ব্লগ এখানে শুধু নিজ লেখা কবিতা
পোস্ট করা হয় ॥ধন্যবাদ॥