তারপর

তারপর 
============
মোঃ রহমত আলী
============
তারপর জানলাম অজানা অনেক সত্য,
তারপর ভুলে গেলাম জানাশুনা বহু তথ্য,
তারপর অপমানিত হয়েও মনোবল শক্ত,
তারপর এগিয়ে যেতে চায় মনের আগ্রহ,
তারপর ক্ষত কত শত মুসকিল পেরিয়ে।

অতঃপর ঘুরেফিরে হাত খালি শূন্য,
এরপর হঠাৎ মেহমান ঘরে এসে পূর্ণ,
তারপর বাকির খাতা ভরে পরিপূর্ণ,
অতঃপর ঠনঠন হাঁড়ি চুলায় জ্বলছে,
তারপর বিদায় ইজ্জত হয়ে কুদরত।

অনন্তর চেষ্টায় যদি কিছু শিখতে পারি,
এরপর হেরে গিয়েও তো জিততে চাই,
তারপর নিজের সাথে নিজেই কথা বলি,
অতঃপর সুখের বাজারে বেচাকেনা সুখ,
এরপর যদি দুঃখ বেচা যেত কোন হাটে।

তারপর সংসারে টানটান সুখের অভাব,
তারপর পরম বন্ধুর শত্রুতামূলক স্বভাব,
তারপর নতুন এর পরিচয়ে অতৃপ্ত স্বাদ,
তারপর সুখ আর দুখের গমন আগমন,
তারপরও বেঁচে থাকা দায় এ একজনম।

২৬.০৬.২০২৩

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

শূন্যদৃষ্টি (মোঃ রহমত আলী)

হ-য-ব-র-ল ( মোঃ রহমত আলী )

আমরা (মোঃ রহমত আলী)