হিম্মৎ

হিম্মৎ
============
মোঃ রহমত আলী
============
ভেঙে দে নিয়ম বনের,
ওহে হে বন্দি সাবক।
সকল বাধার শিকড় কেটে,
উঠে চল চূড়ার উপর।
মনোবল না হয় দূর্বল,
আগে তুই চল রে যুবক।
চাবুক যতই আঘাত করুক,
ততই তোর রক্ত গরম।
ওরে মন ন্যায়ের পাগল,
তুলে ধর নিশান সত্যের।
পিছে থাক বৃদ্ধ শতক,
মাথায় বাঁধ নতুন কাফন।

ভেঙে দে ঘুমের দহন,
ওরে হে নবীন নরম।
রুখে দে ঢেউ এর ছোবল,
ভয়ের কি আছে এমন।
ঝড়ের এই রাতের প্লাবন,
লুকাস না ঘরে এখন,
বিপদ টা সবার যখন,
ছুটে চল দলে বলে,
করতে হবে এবার মদৎ।
ভেঙ্গে সব নিয়ম কানুন,
ভুলে যা দোস্ত দুশমন,
ঘটিবে মহা আজ বিপ্লব॥

১৬.০৫.২০২৩

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

শূন্যদৃষ্টি (মোঃ রহমত আলী)

হ-য-ব-র-ল ( মোঃ রহমত আলী )

আমরা (মোঃ রহমত আলী)