অযথা !

অযথা !
============
মোঃ রহমত আলী
============
চাইলেই যদি যেত পাওয়া না চাওয়া,
তবে কেন আমার এই একবার আসা,
আর একবারেই শেষ চলে যাওয়া।
খালি হাতে এসে ভরেছি যত সব,
গুনাহের খাজানা জান্তা-অজান্তায়।
মুখ বুজে থাকাই এখন সময় যথার্থ,
খুলিতেই মুখ বেরিয়ে আসিবে দুর্গন্ধ,
ভাঙিতে পারে অনেকের সনে সম্বন্ধ।
ব্যর্থতা নিজের গোছাতে না পারা কর্মের,
জবাবের উত্তরে উল্টো জটিল প্রশ্নের।
অযথাই বলি নিজু সনে কত কি যে কথা,
আগে গুন ভাগ শেষে যোগ গুন বিয়োগ।

চাইলেই যদি সব ধরে রাখা যেত,
গুন ফলাফলের মতোই অধিক।
যাক অযথাই করে নেই কিছু জটিল,
তবে হিসেব কিন্তু দিতে হবে ঠিক কঠিন।
বাকির খাতা পরিশোধ না করলেও হয়,
অন্য দিনের খবর কে আবার রাখে তাই।
সহজটা কে জটিল বানিয়ে চালে চাল,
আর জটিলতাকে সহজ বুঝাতে দাবাও।
লাগলে আগুন তো ছাই হতে কতখন,
একই মায়ের দুধে গড়া মাংস সবার,
একই বাবার হাড়ে গড়া হাড় আবার,
তবে কেন ভাই-ভাই ভাগ বোন সবে,
ক্ষনিকের মিথ্যা স্বার্থ লোভে নিজেরাই
নিজেদের রক্তের করে গুনাগুনের খুন।

০৮.০৫.২০২৩

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

শূন্যদৃষ্টি (মোঃ রহমত আলী)

হ-য-ব-র-ল ( মোঃ রহমত আলী )

আমরা (মোঃ রহমত আলী)