জীবন নিয়ে খেলা
জীবন নিয়ে খেলা
==============
মোঃ রহমত আলী
==============
সময় এখন বড়ই নিরালা
জীবন লয়ে চলছে খেলা।
এমো বাকে কেহ লুটায়ে আছে ফুটপাতে।
ঐ দেখ কার যেন বেওয়ারিশ লাশ,
ঢাকা আছে ছেঁড়া কাফনে।
করুন সুরে এ কার ডাক
যেন এক পাগলের পাগলামি।
সভ্যতার দুয়ারে এদের নাহি কোন মূল্য।
জীবন নিয়ে করছে খেলা সারাবেলা।
মজার কথা মজার সুরে কয় যারা।
এক ভিখারীর ভিক্ষা করা,
কয় টাকা কেড়ে নিল তারা কারা।
দুঃখী মানুষের দুঃখ আরো বাড়ায়,
কিছু এই শহরে নামি আছে এমন যারা।
স্টেশন লাইনের ধারে এ-কার আর্তনাদ,
লুটে গেছে বুঝি,তার সারা সম সম্বল।
লুটেরা কেহ আর নহে,
হেফাজত কারী-ই করিলে হনন।
আবার যেন কাঁদে কারা,
করুন সুরে আবার কয় কথা।
বিধি আর মম সবে কেণ-হে
একযোগে যোগ হয়ে,
মোদের এ জীবন নিয়ে
খেলছে এই সব করুন খেলা ।
১৩.০৭.২০০৫
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন
একটি ব্যক্তিগত ব্লগ এখানে শুধু নিজ লেখা কবিতা
পোস্ট করা হয় ॥ধন্যবাদ॥