একাকার !

একাকার !
===============
মোঃ রহমত আলী
===============
এক চোখে খুশি খুব,
এক চোখে আঁসু দুখ।
এক মন চোর চোর, 
এক মনে ধর ধর।
এক কাঁধে একা বোঝা,
এক ঘরে দশ খাজা।
এক দল চাঁদে বসা,
এক দলে মরা দশা।
এক ঘাটে হাট মাঠ,
এক দেশ শত মত।
এক মাথা ব্যথা কত,
এক মই ধাপ যতো।

এক সূর্য তাপ অতি,
এক বন্ধু শত্রু ক্ষতি।
এক নদী ঘাট শত,
এক মুখে কথা কত।
এক মালা বহু ফুলে,
এক ভুলে সব খোয়া।
এক কূলে মধু বাগ,
এক তীরে পাতা ফাঁদ।
এক জোড়া জুতা চোর,
এক পাখি জপে রব্ব এক।
এক জাত ঠগ বাজ,
এক মাঝি নাও পাড় ॥

১৯.০৪.২০২৩

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

শূন্যদৃষ্টি (মোঃ রহমত আলী)

হ-য-ব-র-ল ( মোঃ রহমত আলী )

আমরা (মোঃ রহমত আলী)