এক ধাপ এগিয়ে
এক ধাপ এগিয়ে
=============
মোঃ রহমত আলী
=============
এক ধাপ এগিয়ে তবু
আমি যাই কেন পিছিয়ে।
দৌড়ে যাই আমি সবার আগে
তবু পিছু ফিরে দেখি আমি,
আছি একাই সবার পিছে।
এক ধাপ এগিয়ে
জীবনযাত্রা কমিয়ে,শুধুই
বয়স আমার যাই বাড়িয়ে।
তবুও পিছু দেখি আমি,
আমি একাকী পিছিয়ে।
এক ধাপ এগিয়ে
মরণে গিয়েছি আমি পচে।
তবুও আছি আমি বেঁচে,
স্মৃতির ইতিহাসে হামেশা
এক ধাপ এগিয়ে।
জীবনের ধাপে ধাপে,
কমেছে শুধুই বয়স।
এক ধাপ এগিয়ে,চলেছে
একা,এক এক পাপের বছর।
একধাপ এগিয়ে ও
আমি হামেশা হেরেছি,
নিয়তির দরবারে হামিসা
এক ধাপ পিছিয়ে।
২৫.০১.২০০৪
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন
একটি ব্যক্তিগত ব্লগ এখানে শুধু নিজ লেখা কবিতা
পোস্ট করা হয় ॥ধন্যবাদ॥