উপায় !

উপায় !
=============
মোঃ রহমত আলী
=============
কোথায় কবি, কোথায় কবিতা,
কোথায় আমার প্রথম প্রেমের ছবিটা।
কোথায় সাগর, কোথায় নদীর ঢেউ,
কোথায় জীবন যোদ্ধার আনন্দী কেউ।
কোথায় রতন, কোথায় পাথর পথ,
কোথায় যতনে গোছানো বৈকালী শখ।
কোথায় কাজল, কোথায় নয়ন জল,
কোথায় সুখের হারানো সারাক্ষণ।
কোথায় মানিক, কোথায় খোকন,
কোথায় সব বাল্যবন্ধু জন পুরাতন।
কোথায় আতর, কোথায় গোলাপ,
কোথায় আসল মানুষ দুধের মাখন।

কোথায় হালাল, কেমন হারাম জানান,
কোথায় ইনসাফ কাজী করেন চালান।
কোথায় রসিক নামাজ পড়ে পড়ান,
কোথায় আছে ঈমান ইমাম দাঁড়ান।
কোথায় হুকুম পালন, করি সব আমি,
কোথায় যাবার, কোথায় যাই না-জানি।
কোথায় মুসাফির, কোথায় গোলাম,
কোথায় মনিব সেই খানদানী।
কোথায় বাগ-বাগান, সেই মল্লিকা-র,
কোথায় নির্দোষ যে হয়েছিল হয়রান।
কোথায় উপকার, কোথায় ক্ষমা চান,
কোথায় শিকারির হয় শেষ স্বীকার ॥

৩০.০৩.২০২৩

মন্তব্যসমূহ

একটি মন্তব্য পোস্ট করুন

একটি ব্যক্তিগত ব্লগ এখানে শুধু নিজ লেখা কবিতা
পোস্ট করা হয় ॥ধন্যবাদ॥

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

শূন্যদৃষ্টি (মোঃ রহমত আলী)

হ-য-ব-র-ল ( মোঃ রহমত আলী )

আমরা (মোঃ রহমত আলী)