চক্রভিউ –
চক্রভিউ
=============
মোঃ রহমত আলী
===============
চুপি,চুপি,চুপ,চাপ
মনের গভীরে লুকানো
বলতে পারো কি?
কার মনে কত পাপ।
জীবন চলছে কেটে ধাপে-ধাপ
সবই ঠিক-ঠাক তবু
রূপ কত কার চমৎকার!
অভিনয়ের চরিত্র বড়ই
কঠিন এ যাত্রাপালায়।
যবে অভিনেতারাই
যে কি দারুন নাট্যকার।
ছুপ,ছুপ,ছুপা কর্মকারের
অলংকারী কারুকাজ
তাইতো বুঝা বড়ই দায়,
প্রকাশ্যে নিলাম যবে
তরলের রূপকার,
তাহলে কোথায় গেলে
হারায়ে সেই সব
লুকাই-তো উপকার।
এখনো যে বিন্দু-বিন্দু
বর্ষার জলে দরিয়ায় উঠে দোল,
তবে কিন্তু যে কি?
এক বিন্দু রক্তের কোথায়
হারিয়ে গেলে মাশুল।
চুপ,চাপ,ছুপ,ছুপা
রুপ-রুপালী ধূপে
কত যে রং হাঁয় লুকা,
চুকে গেলো হে
ধনুকের নিশানা কত যে
ছাপ আঁকা ছবি যার পিছে!
এ সত্য প্রমাণিত
এমনই এক আয়না,
যেথায় কিছুই যে যার
লুকাইতো নহে রয়না ।
১২.১২.২০১২
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন
একটি ব্যক্তিগত ব্লগ এখানে শুধু নিজ লেখা কবিতা
পোস্ট করা হয় ॥ধন্যবাদ॥